বিশ্বে প্রথমবার নির্মিত হল আল কোরআন পার্ক
বিশ্বে প্রথমবারের মত পবিত্র কোরআন শরিফের আলোকে নির্মিত "আল কোরআন পার্ক" চালু হয়েছে। গত ২৯ মার্চ দুবাইয়ের আল-খাওয়ানিজ অঞ্চলে পার্কটি উদ্বোধন করা হয়। দুবাই-এর আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪টি হেক্টর জমির ওপরে নির্মিত । প্রকল্পটি নির্মাণে দুবাই মুদ্রায় ২৭ মিলিয়ন অর্থ ব্যয় হয়েছে। আল কোরআন পার্ক কেনঃ ইসলাম ধর্ম ও কোরআন সম্পর্কে মানুষকে প্রকৃত ধারণা দিতে এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। কুরআন আল্লাহর কিতাব। এ কিতাবে বর্ণিত বিধানের বাস্তবায়নেই মিলবে বিশ্বমানবতার মুক্তি। সে আলোকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষের মুক্তির লক্ষ্যে যে মিশন চালু করেগেছেন, তা আজও অব্যাহত। এখানে কি কি আছেঃ এ গার্ডেনে আছে একটি গুহা এবং একটি কাঁচের ঘর। কুরআনের অলৌকিক চিহ্নগুলোর আলোকে গুহার মধ্যে কুরআনের