গরমে এসির বিকল্পে ঘরঠাণ্ডার দারুন সব উপায়
গরমের তীব্রতা দিন কে দিন বেরেই যাচ্ছে। এতো বেশি গরম পরছে যে ফ্রিজের বরফ পর্যন্ত গলতে শুরু করেছে। মাথার ওপর ভোঁ ভোঁ করে দিনরাত ফ্যান ঘুরলেও ঘরের ভেতর এর গরম ভাব যায় না। দিশেহারা হয়ে বাসা থেকে বের হয়ে যেতে ইচ্ছা করেও উপায় নেই । এই সময় এসির ছারা জন অন্য কিছু ভাবাই যায় না। কিন্তু না, এসির বিকল্প আছে। যা আপনাকে দিবে এসির মতই ঠাণ্ডা ঘর। তাই চলুন জানা যাক,গরমেও ঘর ঠাণ্ডা রাখার দারুণ সব কৌশল। গরমে এসির বিকল্পে ঘরঠাণ্ডার দারুন সব উপায় ভারি পর্দাঃ ১। দুপুরের সূর্যের তিব্র তাপ ঘরে ঢুঁকতে দেয়া যাবে না। তার জন্য দক্ষিন ও পশ্চিম পাশের জানালা বা যে সব জানলায় সরাসরি সূর্যের আলো পড়ে সেখানের পর্দা টেনে রাখুন।