করোনা ভাইরাস কি শুধু জামা কাপড়েই আর হাতে আটকায়?
করোনা ভাইরাস কি শুধু জামা কাপড়েই আর হাতে আটকায়? আমরা সবাই জানি যে,তিন থেকে চার ফুট দূরে থাকলে ভাইরাস গায়ে লাগে না। ছয় ফুট দূরে থাকলে হাঁচি কাশির মাধ্যমে ভাইরাস ছরায় না। শুধু কি এইটুকুই সাবধানতা অবলম্বন করলেই করোনা ভাইরাস থেকে দূরে থাকা যাবে? যাবে না। করোনা ভাইরাস থেকে দূরে থাকতে হলে বা মুক্ত থাকতে হলে লাগবে পরিপূর্ণ সাবধানতা। তাই আমাদের আগে জানতে হবে করোনা ভাইরাস কোন কোন মাধ্যমে ছড়ায়। সারা দেশে এখন লকডাউন চলছে। কিন্তু আমরা কি লকডাউন পুরোপুরি ভাবে মেনে চলি বা চলতে পারি? পারি না। কারন আমাদের কোন না কোন খুব দরকারি কাজের জন্য বাহিরে যেতে হয়। জরুরি ওষুধ পত্র আনার জন্য হলেও বাহিরে যেতে হয়।সব বাজার এক সাথে করা যায় না।