উদ্যোক্তা ও ব্যবসায়ীর মধ্যে পার্থক্য কেমন
আপনি একজন উদ্যোক্তা না ব্যবসায়ী ? আপনি কখনো উদ্যোক্তা ও ব্যবসায়ীর মধ্যে পার্থক্য কি বা কেমন তা ভেবে বিস্মিত হয়েছেন?উদ্যোক্তা ও ব্যবসায়ীর মধ্যে অনেক মিল রয়েছে। উভয়েই বেকারদের চাকরীর নিশ্চয়তা প্রদান করে বেকারদের বেকারত্ব ঘুচাতে সাহায্য করে- উদ্যোক্তা ও ব্যবসায়ী কাকে বলে? উদ্যোক্তাঃ একটি পণ্য, দ্রব্য বা সংগঠন স্থাপনের প্রাথমিক উদ্যোগ যে গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলে। ব্যবসায়ঃ যা অর্থের বিনিময়ে ভোক্তাকে পণ্য বা সেবা কিংবা, দুটো সুবিধাই প্রদান করে তাই ব্যবসায় । ব্যবসায়ী ও উদ্যোক্তার মধ্যে পার্থক্যঃ প্রথম চেষ্টাঃ ১> একজন ব্যবসায়ী প্রচলিত পণ্য বা সেবার ধারণা নিয়ে ব্যবসা শুরু করেন। একজন উদ্যোক্তা উদ্ভাবক এবং একটি পণ্যের প্রথম চেষ্টা। তিনি নিজের ধারণার সাহায্যে অর্থ, সময় ও শক্তি বিনিয়োগ করেন। সন্তুষ্টিঃ ২>