কাপরের কালির দাগ উঠানর ৮ টি সহজ উপায়
কাপরে কালির দাগ লেগে গেছে? পছন্দের কাপড়টা পরতে পারছেন না? সামান্ন কালির দাগের জন্য? কোনও চিন্তা নেই । চলুন জানা যাক, কালির দাগ উঠানর সহজ এবং অল্প খরচ এর জাদুকরি উপায় । কাপর এর দাগ একবারেই পুরোপুরি না উঠলেও তা আস্তে আস্তে অনেকটা হাল্কা করার মাধমে , এক সময় পুরোপুরি উঠে যায় । উপায়সমুহঃ ১। কাপরে কালির দাগ লাগলে সেটা ঘষবেন না । এতে বরং দাগ আরও ছড়িয়ে পরে । যেখানে কালির দাগ লেগেছে , সেখানে সাদা টুথপেষ্ট লাগিয়ে ১০/ ১৫ মিনিট ধরে সুকান। তারপর সেটি ধুয়ে ফেলুন। ধোয়ার সময় ব্রাশ দিয়ে হাল্কাভাবে ঘষুন। দেখবেন দাগ হালকা হয়ে গেছে। ২। কাপরের কালি লাগা অংশটুকু কাঁচা দুধে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ডিটারজেন্ট সাবান দিয়ে ধুয়ে ফেলুন।