আইশ্যাডো দিয়ে নতুন নতুন নেইলপলিশ বানাতে চান?
ঘরে বাহারি রঙ এর নেইলপলিশ থাকলেও হাতে দেয়ার সময় বা যখন যে রঙ এর লাগবে তা পাওয়া যায় না। আবার হুট করে একটা ড্রেস কিনে আনলেন কিন্তু তার সাথে মিলিয়ে নেইলপলিশ নেই। তাই কিভাবে এই সমস্যা সমাধান করবেন আজকে রইল তারই কিছু টিপস। নেইলপলিশ যা যা লাগবে নিজের পছন্দের রঙের আইশ্যাডো, ফানেল, প্লাস্টিক ব্যাগ, ক্লিয়ার নেইলপলিশ, রুটি বেলার বেলুন। কিভাবে বানাবেন প্রথম ধাপ নিজের পছন্দ মত কোন পুরানো অথবা নতুন আইশ্যাডো নিন। শ্যাডো যদি পাউডার হয় তাহলে তা গুঁড়া না করলেও চলবে। সলিড ব্লক হলে একটি প্লাস্টিক ব্যাগে ভরে রুটি বানানোর বেলুন দিয়ে গুঁড়ো করুন। দ্বিতীয় ধাপ যতক্ষণ পর্যন্ত ফাইন পাউডার না হয় ততক্ষণ গুঁড়া করতেই থাকুন। কোন রকম ছোট টুকরা বা গুঁড়া গুঁড়া যেন