হলুদ দাঁত কিভাবে সাদা করবেন তার ঘরোয়া টিপস
নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে কে না চায়? তার জন্য শুধু সুন্দর চেহারার অধিকারী হতে হবে এমনটা ভাবার কোনও কারণ নেই। এর জন্য আপনার ঝকঝকে দাঁতের মুক্তো ঝরা হাসিই যথেষ্ট হবে। দাত বিভিন্ন কারণে হলুদ হয়ে যায়। যার কারণে অনেক সময় নানা রকম বিব্রতকর অবস্তায় পড়তে হয়। এমনকি নিজের কাছেও নিজেকে বিব্রত মনে হয়। তাই চলুন জেনে নেয়া যাক, হলুদ দাত সাদা করার কিছু ঘরোয়া উপায়। দাত হলুদ কেন হয়? ১। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পাশাপাশি দাঁতেরও ক্ষয় হয়। ২। জিনগত কারণ । ৩। ভালো করে দাঁত পরিষ্কার না করা । ৪। মাত্রাতিরিক্ত পরিমাণ চা- কফি পান। ৫। প্রচুর চকলেট, ডার্ক চকলেট চিনিযুক্ত খাবার খাওয়া। ৬। কালো চা পান করা। কোলা, সোডা পান করা।