কাপরে কালির দাগ লেগে গেছে? পছন্দের কাপড়টা পরতে পারছেন না? সামান্ন কালির দাগের জন্য? কোনও চিন্তা নেই । চলুন জানা যাক, কালির দাগ উঠানর সহজ এবং অল্প খরচ এর জাদুকরি উপায় । কাপর এর দাগ একবারেই পুরোপুরি না উঠলেও তা আস্তে আস্তে অনেকটা হাল্কা করার মাধমে , এক সময় পুরোপুরি উঠে যায় ।
উপায়সমুহঃ
১। কাপরে কালির দাগ লাগলে সেটা ঘষবেন না । এতে বরং দাগ আরও ছড়িয়ে পরে ।
যেখানে কালির দাগ লেগেছে , সেখানে সাদা টুথপেষ্ট লাগিয়ে ১০/ ১৫ মিনিট ধরে সুকান।
তারপর সেটি ধুয়ে ফেলুন। ধোয়ার সময় ব্রাশ দিয়ে হাল্কাভাবে ঘষুন। দেখবেন দাগ হালকা হয়ে গেছে।
২। কাপরের কালি লাগা অংশটুকু কাঁচা দুধে ভিজিয়ে রাখুন।
কিছুক্ষণ পর ডিটারজেন্ট সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আস্তে আস্তে কালির দাগ হালকা হয়ে গেসে।
৩। গ্লিসারিন হাল্কা সামান্য গরম করে কাপরের কালির দাগের ওপর কয়েক বার ভালভাবে ঘষুন।
এরপর ভাল ভাবে ডিটারজেন্ট সাবান দিয়ে ধুয়ে নিন।
সম্ভব হলে কয়েক ফোঁটা অ্যামোনিয়া যোগ করে নিতে পারেন গ্লিসারিনের সাথে।
এতে কাপর এর নরম ভাবটা থাকবে ,এবং দাগ ও উঠবে ভালভাবে।
৪। আমরা নেলপলিশ উঠানোর জন্য যে রিমুভার ব্যবহার করি, সেটি ব্যবহারেও কালির দাগ দূর করা সম্ভব।
৫। এলকোহল অনেক ভাল কাজ করে কাপর এর কালির দাগ উঠাতে ।
প্রথমে কালির দাগ লাগা স্থানটি এলকোহল দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
এরপর স্বাভাবিক ভাবে ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে।
৬। সবচেয়ে সহজ উপায় হল, আমরা যে হেয়ার স্প্রে বেবহার করি, তাও কালির দাগ দূর করে।
কালির দাগের ওপর হেয়ার স্প্রে দিয়ে স্প্রে করুন কয়েকবার বা একবারেই ভালভাবে স্প্রে করুন ।
তারপর শুকানোর পর ধুয়ে ফেলুন। দেখবেন কালি নিমিষেই উধাও।
৭। একটি পাত্রে গরম পানির মধ্যে ১/২ চা চামচ ডিটারজেন্ট + ১ টেবিল চাচমচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে কালির দাগ লাগা কাপড়টি ভিজিয়ে রাখুন।
প্রায় ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।দেখবেন কাপর এর দাগ অনেকটাই হাল্কা হয়ে যাবে।
৮। লেবুর রস কালির দাগ উঠাতে পারে। কালির দাগ লাগা স্থানটিতে লেবুর রস দিয়ে ভাল করে কিছক্ষন ঘষুন। তার একটু পরেই ধুয়ে ফেলুন।